¡Sorpréndeme!

BASIS National ICT Awards 2019 | বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস কার্যক্রম শুরু | Jagonews24.com

2021-06-15 1 Dailymotion

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯। শনিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরো আয়োজনের সৌজন্যে আছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এবারে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর চ্যাম্পিয়নদের তালিকা কিছুক্ষণ পরই ঘোষণা করা হবে।

আয়োজকরা জানান, এবারে বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধি দল অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ অংশ নিচ্ছে। এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান/প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ এর পৃষ্ঠপোষকতায় আছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের লক্ষ্য হলো- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/technology/news/532548